Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঈদগাহ

আমাদের বালুচর ইউনিয়নে বেশ কিছু ঈদগাহ আছে তাহার নাম গুলো নিচে দেওয়া হলঃ

 

১/ খাসকান্দি ঈদগাহ ।

 

২/ চান্দেরচর ঈদগাহ ।

 

৩/ খাসমহর বালুচর দক্ষিনপাড়া ঈদগাহ ।

 

৪/ খাসনগর ঈদগাহ ।

 

৫/ কালীনগর ঈদগাহ ।

 

৬/ খাসমহলবালুচর উত্তর পাড়া ঈদগাহ  । 

 

 

আমাদের বালুচর ইউনিয়নে যেমনি জন সংখ্যা অনেক বেশি তেমনি রয়েছে হাট বাজার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ঈদগাহ ইত্যাদি। আমাদের বালুচর ইউনিয়নে মোট ঈদগাহের সংখ্যা হচ্ছে ০৬ টি, এবং এই ঈদগাহ গুলো সরকারি অনুদান বা কয়েক এলাকার জনগনের সর্ব সম্মতি অনুদানেই হয়ে থাকে । আমাদের ইউনিয়নের ঈদগাহ গুলোর আয়তন অনেক বড় এবং চারপাশের পরিবেশ খুব সুন্দর এবং মনোরম, এখানে মানুষ বছরে দুই ঈদের নামাজ পড়তেই সাধারনত একত্রিত হয়ে থাকে এবং যখন কোন মানুষের ইন্তেকাল হয় তখন এই ঈদগাহ গুলোতে ই সাধারণ জানাজার নামাজ পরে থাকে, যখন এলাকার সকল মানুষ মিলে একত্রে নামাজ আদায় করে তখন পরস্পর মাঝে ভালোবাসা এবং প্রীতি ই বৃদ্ধি পায় ।