আমাদের বালুচর ইউনিয়নে বেশ কিছু হাটবাজার রয়েছে তাহার নাম গুলো দেওয়া হল ।
যেমনঃ
১/ বেগম বাজার খাসকান্দি ।
২/ হাজীর বাজার চরপানিয়া ।
৩/ বালুচর বাজার ।
৪/ খলিল মার্কেট ।
৫/ আলী মার্কেট বালুচর।
৬/ কু বুদ্ধি মার্কেট রাজনগর।
৭/ হাজী আরব আলী মার্কেট খাসনগর।
এই সবগুলো বাজারে মাঝে সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ বাজার হলো সাপের চর বাজার তথা বালুচর বাজার । এখানে মানুষের জীবেনর যাবতীয় সব জিনিস পত্র পাওয়া যায়, এখান থেকে মানুষ খুব সুন্দর ভাবে বাজার সদায় করে থাকে এবং এই বাজের থেকে দ্রব্য সামগ্রীর মূল্য যেমন সস্তা তেমনই সহজ কারণ বাজরের এক পাশে রয়েছে সুন্দর পাকা রাস্তা এবং অন্য পাশে রয়েছে আমাদের মুন্সীগঞ্জ জেলার সেই প্রসিদ্ধ নদী যার নাম হলো ধলেশ্বরী, আর এই কারনেই এখান থেকে দুর দুরান্ত থেকে মানুষ এসে বাজার সদায় ক্রয় করে খুব সহজেই তাদের গন্তব্যস্হলে চলে যেতে পারে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস