বালুচর ইউনিয়নে মোঠঃ ১২ টি কবরস্থান আছে ।
কিছু কবরস্থান এর নামের তালিকা দেওয়া হল ।
১/খাসকান্দি কবরস্থান ।
২/চান্দেরচর কবরস্থান।
৩/ চরপানিয়া কবরস্থান ।
৪/মোল্লাকান্দি কবরস্থান ।
৫/কয়রাখোলা কবরস্থান ।
৭/ খাসমহলবালুচর কবরস্থান ।
৮/খাসনগর কবরস্থান ।
৯/ আকবরনগ কবরস্থান ।
১০/রাজনগর কবরস্থান ।
১১/ মুরাদনগর কবরস্থান ।
১২/ চরবয়রাগাদী কবরস্থান ।
বালুচর ইউনিয়নে কবরস্হান রয়েছে মোট ১২ টি, যখন কোনো মুসলিম পরিবারের সন্তার মারা যান বা ইন্তেকাল করেন তখন সাধারণত এই কবরস্হান গুলোতে ই দাফন করা হয়ে থাকে। এই কবরস্হান গুলো সাধারনত সরকারি অনুদান এবং এলাকার মানুষের নিজস্ব অর্থায়নে ই হয়ে থাকে,যার ফলে করস্হান গুলো খুব সুন্দর ভাবেই গড়ে উঠে এবং দাফন করার ব্যাপারেও কোনো ধরনের সমস্যা হয়না , আগের কার সময়ে রাতের বেলায় যখন কোনো মানুষ ইন্তেকাল করতেন তখন রাতের বেলায় সেই মৃতের দেহ দাফন করাটা ছিলো অনেক কঠিন ব্যাপার কিন্ত বর্তমান সময়ে এখন আর সেই সমস্যার সম্মখিন হতে হচ্ছে না মানুষকে। কারণ এখন প্রায় সবগুলো কবরস্হানেই রয়েছে সরকারি অনুদান প্রাপ্ত ষ্টান লাইট ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস